________________
আমার জীবন আমার বাণী
॥ ১॥
Jain Education International
ভগবান মহাবীর
হেমন্ত ঋতুতে
সংসার পরিত্যাগ করে
প্রব্রজ্যা গ্রহণ করেছিলেন।
প্রব্রজ্যা গ্রহণ করে
তিনি সেখান হতেই
প্রস্থান করেছিলেন ।
সেই হেমন্ত ঋতুতে
বস্ত্র দিয়ে শরীর আচ্ছাদন করবার কথা তিনি চিন্তা করেন নি ।
একখানা দেবদূষ্য বস্ত্ৰ
স্কন্ধের ওপর রেখে
তেরো মাস অবস্থান করেছিলেন,
পরে সে বস্ত্র পরিত্যাগ করে
সম্পূর্ণ নির্বস্ত্র হয়েছিলেন।
প্রব্রজ্যা গ্রহণের পর
চার মাসের বেশা কিছু সময় কীট-পতঙ্গ পোকা-মাকড় তাঁর শরীরে উঠত ;
For Personal & Private Use Only
অন্য
www.jainelibrary.org