________________
কেশী বললেন : গৌতম, সংসারে অধিকাংশ জীবই গাঢ় অন্ধকারে নিমজ্জিত, কে তাদের আলোক প্রদান করবে ?
গৌতম বললেন : কেশী, সমস্ত সংসারকে আলােক প্রদানকারী নির্মল সূর্য উদিত হয়েছে, সেই সূর্য সমস্ত প্রাণীকে আলােকিত করবে।
কেশী বললেন : গৌতম, সেই সূর্য কে ?
গৌতম বললেন : কেশী, বিগততৃষ্ণ সর্বজ্ঞ তীর্থঙ্করই সেই সূর্য, . সেই সূর্য উদিত হয়েছে, তিনিই সমস্ত প্রাণীকে আলােকিত করবেন।
কেশী বললেন : গৌতম, শারীরিক ও মানসিক দুঃখপীড়িত জীবের জন্য ।
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org