________________
উন্মার্গ, তীর্থঙ্কবােপদিষ্ট পথই সন্মার্গ, সেই পথই উত্তম।
কেশী বললেন ঃ গৌতম, মহাসমুদ্রে জলপ্রবাহে ভাসমান প্রাণীদের জন্য উত্তম গতি, আশ্রয় ও অবস্থান কী?
গৌতম বললেন : কেশী, সেই মহাসমুদ্রে একটী দ্বীপ রয়েছে যেখানে কোনাে জল প্রবাহেরই গতি হয় না।
কেশী বললেন : গৌতম, সেই দ্বীপ কী?
গৌতম বললেন : কেশী, ধর্মই সেই দ্বীপ ; সংসার সমুদ্রে জরা-মরণ রূপ প্রবাহে ভাসমান জীবের জন্য ধর্মই একমাত্র উত্তম গতি, আশ্রয় ও অবস্থান।
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org