________________
তীর্থঙ্করােপদিষ্ট শ্রুত, শীল ও তপস্যাই বারি, সেই বারি দিয়ে সেই অগ্নি নির্বাপিত করে আমি স্বচ্ছন্দ বিচরণ করি।
কেশী বললেন : গৌতম, আপনি যে দুর্দমনীয় ভয়ঙ্কর দুষ্ট অশ্বের ওপর আরােহণ করে রয়েছেন। তা তীব্রবেগে ধাবিত হচ্ছে, সেই দুর্দমনীয় ভয়ঙ্কর দুষ্ট অশ্ব আপনাকে কেন উন্মার্গে নিয়ে যায় না?
গৌতম বললেন : কেশী, সেই দুর্দমনীয় ভয়ঙ্কর দুষ্ট অশ্বকে
তরূপ দৃঢ় বন্নায় আমি ধরে রয়েছি, তাই সে আমাকে উন্মার্গে নিয়ে যায় না।
কেশী বললেন ঃ গৌতম, সেই দুর্দমনীয় ভয়ঙ্কর দুষ্ট অশ্ব কী ?
গৌতম বললেন, কেশী, মনই সেই দুর্দমনীয়
৪৭
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org