________________
আমি অনাথ ছিলাম, তাই শ্ৰমণ ধর্ম গ্রহণ করেছি।
সেকথা শুনে শ্রেণিক • হেসে বললেন : আর্য, , আপনার মতাে রূপ-লাবণ্য সম্পন্ন ব্যক্তির রক্ষক ছিল না। সেকথা বিশ্বাস করতে ইচ্ছা করে না, কিন্তু এখন আমি আপনার রক্ষক হব ; আপনি বন্ধু, বান্ধব, আত্মীয়, পরিজন পরিবৃত হয়ে বিষয় সুখ ভােগ করুন।
শ্ৰমণ বললেন ঃ রাজ, আপনি নিজেই অনাথ, আপনি আমায় কিভাবে রক্ষা করবেন ?
শ্রেণিক সেকথা শুনে। বিস্মিত হলেন। বললেন । পূজ্য, আমার বহু অশ্ব ও হস্তী রয়েছে, সৈন্য ও সামন্ত রয়েছে, পরিবার ও পরিজন রয়েছে, আমার আদেশ প্রতিপালিত হচ্ছে, প্রভুত্বও রয়েছে,
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org