________________
ক্ষরস্রোতের প্রতিকূলে সঁতার কাটা যেমন দুষ্কর, বাহু দিয়ে সমুদ্র অতিক্রম যেমন দুষ্কর, সংযমরূপ সমুদ্র অতিক্রম করাও ঠিক সেই রকম দুষ্কর।
সংযম বালুকা গ্রাসের মতাে নিরস ও আস্বাদহীন ; তপশ্চরণ অসিধারার ওপর বিচরণ।।
সাপের মতাে একাগ্র দৃষ্টিতে সংযম পালন লােহার যব চর্বণ করা।
তরুণ বয়সে শ্ৰমণ ধর্ম গ্রহণ প্রদীপ্ত অগ্নিশিখা পান।
হীনবীর্য পুরুষের পক্ষে শ্ৰমণ ধর্ম গ্রহণ। কাপড়ের থলেতে বাতাস ভরা।
মেরু পর্বতকে যেমন তুলাদণ্ডে পরিমাপ করা যায় না,
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org