________________
রােগ, শােক ও জরা-মরণ গ্রস্ত মানুষের জীবন। আমায় একটুও আনন্দ দেয় না।
জন্ম দুঃখ, জরা দুঃখ, রােগ দুঃখ, মৃত্যু দুঃখ, এই সংসারই দুঃখময় ; সংসারে জীবগণ। কেবলই দুঃখ প্রাপ্ত হয়।
ভূমি, গৃহ, ধন, ঐশ্বর্য, পুত্র, কল, বন্ধু, বান্ধব, এমন কি নিজের দেহও একদিন বিবশ হয়ে যায়।
পাথেয় না নিয়ে যে দীর্ঘপথে যাত্রা করে, ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে। পথে সে যেমন কষ্ট পায় ; ধর্মাচরণ না করে, যে পরলােকে যাত্রা করে, পথে আধি ও ব্যাধিতে পীড়িত হয়ে সেও তেমনি কষ্ট পায়।
গৃহ প্রজ্বলিত হলে সগৃহস্থ।
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org