________________
সােমদেব তখন ভার্যা ভদ্রার সঙ্গে হরিকেশবলকে প্রসন্ন করবার জন্য বললেন : হে পূজ্য, : আপনি আমাদের কৃত, অপমান ও প্রহার ক্ষমা করুন। মুনিরা ক্ষমা পরায়ণ হােন, কোপ পরায়ণ হন না।
সেকথা শুনে। হরিকেশবল বললেন : ব্রাহ্মণগণ, আমার মনে আগেও কোনাে দ্বেষ ছিলনা, এখনাে কোনাে দ্বেষ নেই। আমার প্রতি সেবা পরায়ণ। যক্ষই শিষ্যদের প্রহার করেছে।
সােমদেব তখন বললেন : হে মহাভাগ, আমরা সকলেই আপনার শরণাগত, আমাদের প্রতি দয়া করুন, আমাদের এখানে শালি ধান্যের অন্ন প্রস্তুত রয়েছে, সেই অন্ন গ্রহণ করুন।
২৪
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org