________________
তা আমরা জানি। জাতি ও বিদ্যাসম্পন্ন ব্রাহ্মণই সৎপাত্র।
যক্ষ বলল : ব্রাহ্মণগণ, যে ক্রোধ, মান, মায়া ও লােভের অধীন, জীব-হিংসা পরায়ণ ও পরিগ্রহধারী, সে জাতিতে ব্রাহ্মণ ও বিদ্যাসম্পন্ন হলেও সৎপাত্র নয়।
সেকথা শুনে ব্রাহ্মণ শিষ্যেরা ক্রুদ্ধ হল ও হরিকেশবলকে সম্বােধন করে বলল । ওরে পাজি নিগ্রন্থ, আমাদের এই অন্ন যদি পচে নষ্টও হয়ে যায় তবু তার একটা কণাও তােকে দেব না।
সেকথা শুনে যক্ষ বলল হে ব্রাহ্মণ শিষ্যেরা, তােমরা যদি অভুক্ত আমাকে অন্নদান না কর, তবে কী করে পুণ্যার্জন করবে ?
সেকথা শুনে প্রধান ঋত্বিক সােমদেব
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org